চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার ‘গুলজার’ নামক একটি আবাসিক হোটেল থেকে বাথরুম থেকে ওড়না পেচানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বহদ্দারহাটের ‘গুলজার’ নামক আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
হোটেল থেকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করলেও তাৎক্ষনিক বিস্তারিত জানাননি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। বললেন, বিস্তারিত পরে জানানো হবে।