কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাফ নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২০অক্টোবর) দুপুরে নাফ নদীর খরের দ্বীপ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গার নাম মো. নুর কবির (৩৫)। সে উখিয়া বালুখালী এফডিএমএন ১১ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. গোলাম নবী ছেলে।
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লে. কর্নেল মোঃমহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, রবিবার (২০ অক্টোবর) দুপুরে লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১হতে আনুমানিক ৩০০ গজ উত্তরপূর্ব দিকে নাফ নদীর বাংলাদেশের জলসীমায় খরের দ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল খরের দ্বীপ এলাকায় অভিযান চালায়। এসময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন সময় অর্থের বিনিময়ে মিয়ানমার হতে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে বাংলাদেশে পাচার করে।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।