বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের দাবি এবং সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজী বন্ধের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে অদ্য ২০ অক্টোবর(রোববার) বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নগর যুবদলের সংগঠক শেখ ইয়াছিন নওশাদের নেতৃত্বে নগরীর আগ্রাবাদস্থ বাদমতলী মোড়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাদামতলী মোড়ে এসে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রিদুওয়ানুল হক রিয়াদের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরানের সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নগর যুবদলের সংগঠক শেখ ইয়াছিন নওশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুর রহিম অভি, নগর যুবদলের সাবেক সহ-শিল্প বিষয়ক সম্পাদক আবু সৈয়দ কালু। এসময় আরও উপস্থিত ছিলেন, সদর ঘাট যুবদল নেতা ইকবাল হোসেন ফরিদ, নগর যুবদল নেতা সাজ্জাদ আলম, আলাউদ্দিন আলো, মানিক গাজী, মোঃ আলমগীর, জাহিদ, মাঈনুদ্দীন, ফজলুল হক, মোঃ নুর উদ্দিন তানজিব, আবু তাহের, আকতার হোসেন, মোঃ আজিম, মোঃ মিলন, মোঃ পারভেজ, মোঃ চম্পা, মোঃ করিম, মোঃ সোহেল, মোঃ রনি, নগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক নিয়াজ উদ্দিন মিলন প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নগর যুবদলের সংগঠক শেখ ইয়াছিন নওশাদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের হত্যাকারীদের বিচার প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করা এবং আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও চাঁদাবাজী প্রতিহত করার জন্য সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ এবং যুবদল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।