১৬০ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে নিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। তবে তার পুরোটাই কী জলে গেলো? কেননা গত বছরের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাবে যোগ দেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ক্লাবটির হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি, তারপর ইনজুরিতে পড়েন। তবে এখনও ফেরা হয়নি মাঠে। কবে নাগাদ ফিরবেন, তারও কোনও নিশ্চয়তা নেই।
অর্থের ঝনঝনাতিতে ইউরোপ থেকে নামিদামি সব ফুটবলারদের উড়িয়ে নিয়ে গেছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। বতর্মান বিশ্বের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে পর্যন্ত তারা দলে ভিড়িয়েছে। সেখানকার ক্লাব আল নাসরে বেশ ভালো সময়ই পার করছেন পর্তুগিজ এই সুপারস্টার।
গত বছর আগস্টে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে দলে ভেড়ায় সৌদি প্রো লিগের দল আল হিলাল। নতুন ক্লাবে যোগ দিয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলার পরেই জাতীয় দলে খেলতে এসে ইনজুরিতে পড়েন ৩২ বছর বয়সী ফুটবলার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং মেনিস্কাস ছিঁড়ে যায় নেইমারের।
এবার নেইমারের বিকল্প হিসেবে ভিনিসিয়াসকে দলে নিতে চায় আল হিলাল। স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর অনুযায়ী, তার জন্য আরও একটি বড় অফার প্রস্তুত করেছে ক্লাবটি।
মার্কা জানিয়েছে, আগামী গ্রীষ্মে আল হিলালের সাথে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। যেহেতু ক্লাবে নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত, সে কারণে তার বিকল্প হিসেবে ভিনিসিয়াসকে দলে নিতে চায় আল হিলাল।
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলছেন ভিনিসিয়াস জুনিয়র। এ বছর তিনি ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার বলেও অনেকে মনে করছেন।
ভিনিসিয়াসের জন্য এক বিলিয়ন রিলিজ ক্লজ নিয়ে মোটেও চিন্তিত নন ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ উইনাররা। রিয়াল মাদ্রিদ বিশ্বাস করে, ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান এই উইঙ্গার স্পেনের রাজধানীতেই থাকবেন।