শফিউল আলম, রাউজান ঃ সনাতন ধর্মীয় অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গপুজা । এবার রাউজানে ২শত ২৮টি পুজা মন্ডপে উৎসাহ উদ্দিপনার মধ্যে শারদীয় দুগোৎসব পালন করছে সনাতন ধর্মীয় অনুসারীরা । পুজা মন্ডপ গুলোতে আলোকসজ্জা করেছে ।
৯ অক্টোবর বুধবার মহাসষ্টীর মাধ্যমে সনাতন ধর্মীয় অনুসারীরা শারদীয় দুগোৎসব পালন শুরু করে।
১২ অক্টোবর (শনিবার) মহানবমী। পুজাঁ মন্ডপ গুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সময়ে সনাতন ধর্মীয় অনুসারী নারী, পুরুষ, যুবক, যুবতী, কিশোর, কিশোরী, ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এসে আনন্দে মেতে উঠেছে । পুজা মন্ডপ গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকার আনসার, পুলিশ বাহিনীর সদস্যদের নিয়োজিত করেছে । এছাড়া ও সেনাবাহিনী র্যাব এর সদস্যরা পুজা মন্ডপ গুলোতে টইল জোরদার করেছে । আনন্দঘর পরিবেশে সনাতন ধর্মীয় অনুসারীদের শারদীয় দুগোৎসব পালিত হচ্ছে রাউজানে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা বলেন, সুষ্ট ও শান্তিপুর্ণভাবে রাউজানে শারদীয় দুর্গোৎসব পালন করছে সনাতন ধর্মীয় অনুসারীরা ।
১৩ অক্টোবর (রবিবার) মহাদশমী শেষে বিকালের দিকে প্রতিমা বিসজনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মীয় অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা । গত ১১ অক্টোবর শুক্রবার সন্দ্ব্যায় রাউজান উপজেলার বিভিন্ন এলাকার পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সহ বি,এন,পি, যুবদল, ছাত্রদলের নেতারা । রাউজানের দক্ষিন রাউজানে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার সহ ব্,িএনপির নেতৃবৃন্দ্ব । রাউজান পৌরসভা এলাকায় সব চেয়ে বেশী পুজা মন্ডপ। চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে পুর্ব গুিহরা, কুৃন্ডেশ্বরী, সরতের দোকান, পশ্চিম সুলতান পুর, প্রসন্ন প্রাইমারী স্কুল, বণিক পাড়া, নন্দী পাড়া, বেরুলিয়া, ছিটিয়া পাড়া, দাশ পাড়া, পালিত পাড়া, ঢেউয়া পাড়া, জলিল নগর বাস ষ্টেশন, পশ্চিম রাউজান চৌধুরী বাড়ী, বাইন্যা পুকুর পাড়, পশ্চিম রাউজান জন কল্যান সমিতি সহ বেশ কিছু পুজা মন্ডপে দশনার্থীদের উপছে পড়া ভীর দেখা যায় ।
রাউজানের হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, বইজ্যার হাট, আমির হাট, বৃকবানুপুর, জানিপাথর, ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া, ডাবুয়া, রামনাথ পাড়া, কেউকদাইর, পুর্ব ডাবুয়া, সুড়ঙ্গা, হিংগলা নাথ পাড়া, দক্ষিন হিংগলা বণিক পাড়া, কলমপতি, চিকদাইর ইউনিয়নের চিকদাইর, দক্ষিন সর্তা, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতয়ালী ঘোনা, নোয়াজিশপুর ইউনিয়নের নাথ পাড়া, ফতেহ নগর, বিনাজুরী ইউনিয়নের বিনাজুরী, লেলাঙ্গারা, উত্তর লেলাঙ্গারা, নন্দরাম মাঝি পাড়া, জাম্মইন, ইদিলপুর, কাগতিয়া, রাউজান ইউনিয়নের কেউটিয়া, পুর্ব রাউজান, নাতোয়ান বাগিচা, পশ্চিম রাউজান নাথ পাড়া, রাজচন্দ্র পাড়া, কদলপুর ইউনিয়নের মীর বাগিচা, ভট্টপাড়া, পশ্চিম কদলপুর, ঈশান ভট্টের হাট, পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী, উনসত্তর পাড়া, জগৎপুর আশ্রম, দেওয়ান্ পুর, দমদমা, পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধার মানিক, পশ্চিম আধার মানিক, নতুন চৌধুরী হাট, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই, সরকার পাড়া, রঘুনন্দন চৌধুরী হাট, উরকিরচর ইউনিয়নের মইশকরম, কেরানী হাট, নোয়াপাড়া ইউনিয়নের পথের হাট, ব্রমদাশ পাড়া, গোরাঙ্গ মন্দির, ভ্রাবন হাট, সুর্যসেন পল্লী, উভলং, পশ্চিম নোয়াপাড়া, ঝিকুটি পাড়া, কচুখাইন, বাগোয়ান ইউনিয়নের কোয়ে পাড়া, পাচঁখাইন, নাথ পাড়া, এলাকায় সনাতন ধর্মীয় অনুসারীদের পুজা মন্ডপে দুর্গা পুজা অনুষ্টিত হচ্ছে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে ।