শফিউল আলম, রাউজানঃ রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাট বাজারে খায়েজ শপিং সেন্টার মার্কেটে গত ১১ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১০ টার সময়ে অগ্নিকান্ডের ঘটনা সংগঠিত হয় ।
ঐ সময়ে ্ঐ মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্দ্ব করে অনেকেই বাড়ীতে চলে যায় । অগ্নিকান্ডে মাকের্টের ৩ তলায় স্টার ইলেকট্রনিক্স এর গুদাম সহ বেশ কয়েকটি মালামালের গুদাম পুড়ে ছাই হয়ে যায় । গুদাম গুলোতে কয়েক কোটি টাকার মালামাল ছিল বলে ব্যবসায়ীরা জানান । আগুনে মাকের্টের ভবন এর ব্যাপক ক্ষতি হয়। মাকের্টের ভবনের উপর তলায় কসমিক হাসপাতাল চিকিৎসা নিতে ভর্তি হওয়া রোগীদের দমকল বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা নামিয়ে নোয়াপাড়া পথের হাট পাইনিওয়ার হাসপাতালে নিয়ে যায় ।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে চট্টগ্রাম নগরীর কালুরঘাট থেকে দমকল বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুৃন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । কিভাবে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে তা কেউ জানাতে পারেনি । রাউজানের নোয়াপাড়া পথের হাট এলাকার পাশ্ববর্তী বাসিন্দ্বা স্থানীয় সাংবাদিক কামাল উিিদ্দন হাবিবি জানান, অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । অগ্নিকান্ডের বিষয়ে রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে, রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, অগ্নিকান্ডের ঘটনার বিষয়ে দমকল বাহিনীর সাথে কথা বলে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট্ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।
কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন রাত ১২ টার সময়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ড কিভাবে সংগঠিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।