অভিনেত্রী পূজার মা ছিলেন তার সব সময়ের সঙ্গী। সেই মাকে কয়েক মাস আগে মাকে হারিয়েছেন। এখনো মা হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি পূজা। তাই শারদীয় দুর্গা উৎসব ঘিরে কোনো পরিকল্পনা নেই এ নায়িকার। নিজের জন্য কেনাকাটাও করেননি। ঢাকার বাইরে শুটিংয়ের ফাঁকে আশপাশের কোনো পূজামণ্ডপে হয়তো ঢুঁ মারতে পারেন পূজা।
জানা গেছে, গত মঙ্গলবার সিরাজগঞ্জে গেছেন পূজা। সেখানে ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’র শুটিং চলছে। রায়হান রাফীর সিরিজটির শুটিং চলবে অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। গণমাধ্যমকে পূজা বলেন, ‘সবাই জানেন, মা আমার সঙ্গে নেই। তিনি মারা গেছেন ছয় মাস হতে চলেছে। গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। বিষয়টা এমন, আমি তার মা। ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য একটা সুতাও কিনিনি। কিনবও না। কাজে ব্যস্ত থাকব।’
২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূর জাহান’র মাধ্যমে বড়পর্দায় নায়িকা চরিত্রে অভিষেক হয় তার। একই বছর তিনি ‘পোড়ামন-২’ সিনেমায় পরি চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। সেই ধারাবাহিকতায় কাজ করছেন এখনো। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝর্ণা রায়। মায়ের সহযোগিতার কথা কখনো ভুলতে পারেন না তিনি। যে কোনো সাক্ষাৎকারে মায়ের সমর্থনের কথা বলেন। পূজার সব কিছুতেই ঘুরে ফিরে চলে আসে মায়ের কথা।