চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী স্বনামধন্য মোহরা পাইলট একাডেমীর বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪ অক্টেবর (শুক্রবার) দিনব্যাপী মোহরা কাউন্সিলর কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
মোহরা পাইলট একাডেমীর অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্চিনিয়ার দেদুল বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ট্রেইনার ও এ এল খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সত্যজিৎ কর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রম মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম. আবু বক্কর রাজু। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, বায়তুল সালাম জামে মসজিদের খতিব আল্লামা মোরশেদুল ইসলাম আল কাদেরী।
প্রধান অতিথির বক্তব্যে মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু বলেন, শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের মান্য করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং মোহরা ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী হিরামন, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম লিটন, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, মোহরা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিহাদুল ইসলাম, মোহরা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম জহির, হোসাইন মোহাম্মদ মাসুম। সিনিয়র শিক্ষিকা আয়শা আক্তার উর্মির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেতু আকতার, সাদিয়া আকতার সেতু, কাঞ্চন বড়ুয়া হৃদয়, নাতাশা মহাজন, তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।