কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ের প্রতিটি বিদ্যালয়ে নিজ নিজ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে শনিবার (৫ অক্টোবর)। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক, শিক্ষার্থীরা মিলে শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
এ উপলক্ষে কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয়ে এক র্যালী অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ে এক আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন কপাবিকে কাপ্তাইয়ের উপ-ব্যবস্থাপক (যাঃসঃ) প্রকৌশলী সাইফুর রহমান।
আলোচনা সভায় বিউবো প্রধান শিক্ষক জানান, দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা শিক্ষকদের বিভিন্ন রকমের শুভেচ্ছা কার্ড ও নানা রঙের উপহার প্রদান করে।