সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের এক দফা দাবিতে বান্দরবানের বিভিন্ন স্কুলের শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষকরা।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের বাজার অনেক বেশি। শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। এছাড়াও সরকারি পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীরা সুবিধা পেলেও শুধুমাত্র শিক্ষকরা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে।
তারা আরও বলেন, সরকার সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে দেওয়ার প্রস্তাবনা করেছে। যা সারাদেশের সহকারী শিক্ষকরা প্রত্যাখ্যান করছে। আমরা চাই ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেয়া হোক শিক্ষকদের। এক দফা দাবি বাস্তবায়ন করা না হলে সারাদেশে আরও বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান শিক্ষকরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।