সাজেক থেকে ব্যক্তিগত গাড়িতে খাগড়াছড়ি ফেরার পথে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তিন পর্যটককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশি তৎপরতার বিষয়টি টের পেয়ে অপহরণের কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দেয়া হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত পর্যটকরা হলেন: ফরিদপুরের নগরকান্দার ঝাউডাংগী কাঠিয়াখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে এসএম নাহিদ উজ্জমামান (৩৮), একই উপজেলার তালমা গ্রামের হাবিবুর রহমানের ছেলে জোবায়ের আলম (৩৮) ও তালেশ্বর গ্রামের কুদ্দুস ফকিরের ছেলে মামুন ফকির (৩৮)।
জানা যায়, সাজেক থেকে ব্যক্তিগত গাড়িতে খাগড়াছড়ি ফিরছিলেন তিন পর্যটক। দুপুরে দীঘিনালার বোয়ালখালী বাজারে রাস্তার ওপর পৌঁছালে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাদের গাড়ির গতিরোধ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
অপহরণকারীরা অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ফোন করে টাকা দেয়ার জন্য বলেন। এরপর অপহৃতদের এক আত্মীয় খাগড়াছড়ির পুলিশ সুপারের মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানান। পুলিশ সুপার অপহৃত ব্যক্তিদের কাছ থেকে অপহৃতদের ফোন নম্বর সংগ্রহ করে কল করেন। পুলিশ সুপারের নম্বর থেকে ফোন আসার পর দুর্বৃত্তরা পুলিশের তৎপরতার বিষয়টি বুঝতে পেরে অপহৃত ব্যক্তিদের ছেড়ে দেন।
খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, অপহৃত ব্যক্তিদের একজন আত্মীয় মোবাইল ফোনে বিষয়টি জানান। পুলিশ ভুক্তভোগীদের মোবাইল নম্বর নিয়ে এতে কল দেয়। অপহৃতদের উদ্ধারে পুলিশি তৎপরতা আঁচ করতে পেরে অভিযুক্তরা তাদের ছেড়ে দেন। ছেড়ে দেয়ার সময় এ বিষয়ে সেনাবাহিনী ও পুলিশকে কোনো কিছু না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়।
অপহৃত ব্যক্তিগণ মুক্তি পেয়ে দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে এসে সবকিছু জানান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশ সুপার।