চট্টগ্রাম নগরীতে ক্রয় রসিদ ও প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে অসামঞ্জস্যতা থাকায় একটি ডিমের দোকানকে ২০ হাজার টাকা এবং বিভিন্ন কোম্পানির নকল বস্তায় চাল বিক্রি অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকারের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সাথে ছিলেন সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান ও রানা দেব নাথ।