ফাহমিদা নবীর গানে মডেল হলেন সিজু খন্দকার।
তরুন মডেল সিজু খন্দকার গান করেন,ভিডিও পরিচালনা করেন,বহুমুখী প্রতিভার অধিকারী।
এবার বিখ্যাত শিল্পী ফাহমিদা নবীর গানে অভিনয় করে বড় স্বপ্ন পূরন হল তার। ও মন তোমার হবো গান টি শেখ নজরুলের লেখা, ফিদেলের সুর,এবং রেজওয়ানের সংগীতে ভিডিও টিও সিজু খন্দকার পরিচালনা করেন।
সিজু জানান, এতবড় শিল্পীর গানে কাজ করা স্বপ্নের ব্যাপার। এর আগে এস আই টুটুলের গানেও অভিনয় করেছি,দোয়া করবেন সবাই আমার জন্য।
সামনে এ প্রজন্মের মেধাবী কন্ঠশিল্পী পিজিত মহাজনের গানে মডেল এবং পরিচালক হিসেবে আমাকে পাওয়া যাবে।
ও মন তোমার হবো গান টি এসেছে এইচ এম ভয়েসের ইউটিউব চ্যানেলে।