সারাদেশে যৌথবাহিনীর অভিযান চলমান আছে। তারই ধরাবাহিকতায় চট্টগ্রামেও অভিযান চলছে প্রতিনিয়ত। নগরীর ইপিজেড এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি বাসায় লুকিয়ে রাখা অবস্থায় ১২টি রামদা ও হাঁশুয়া উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর আকমল আলী সড়ক এলাকার খাসা মিয়া মোড় সংলগ্ন আলম মঞ্জিলের নিচতলার একটি কক্ষ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কে বা কারা কি জন্য অস্ত্রগুলো রেখেছে সেটি এখনো বিস্তারিত জানা যায়নি। অভিযানে কাউকে পাওয়া যায়নি। তবে বিস্তারিত জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ওই ভবনের মালিক মো. শাহাদাত বলেন, আমার ভবনের নিচতলার এক ভাড়াটিয়ার বাসা থেকে ১০-১২টি রামদা উদ্ধার করা হয়েছে। অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান।