মাইজভান্ডারী বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর উরশ শরীফ উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে গাউসিয়া হক মনজিলের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত
শফিউল আলম, রাউজানঃ বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক.)-এর প্রপৌত্র ত্বরিকার উজ্বল নক্ষত্র মাজমাউল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৬তম ২৬ আশ্বিন উরস আগামী ১১ অক্টোবর শুক্রবার মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার গাউসিয়া হক মনজিলে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে এক প্রশাসনিক সমন্বয় সভা মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ সভাপতি আলহাজ রেজাউল আলী জসিম চৌধুরী, কেন্দ্রীয় পর্ষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ, ওসি (তদন্ত) আবু জাফর মোঃ সালেহ তুহিন, র্যাব কর্মকর্তা,, ফটিকছড়ি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা, নাজিরহাট হাইওয়ে পুলিশের প্রতিনিধিগগণ, উপজেলা একাডেমিক অফিসার, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, আজাদী বাজার পল্লী বিদ্যুৎ সমিতি-২, জনস্বাস্থ্য প্রকৌশলী, স্যানিটারী ইন্সপেক্টর এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ও প্যানেল চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলরবৃন্দ। সভায় দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ মন্জিলের স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও উরস শরিফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল মন্জিল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।
মহান ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর ৮ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ০৪ অক্টোবর ২০২৪ শুক্রবার: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন শাখা কমিটি সমূহের ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকার মসজিদে বা’দ জুমা কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠান, ০৫ অক্টোবর ২০২৪ শনিবার সকাল ১০.৩০ মিনিট: নগরের চান্দগাঁও থানা সন্নিকটস্থ ‘ডিউ উদয়ন’ ভবনে ‘পবিত্র কোরআন এবং হাদিসের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার, ০৬ অক্টোবর ২০২৪ রবিবার: ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) জীবনী আলোচনা, র্যালি ও অন্যান্য অনুষ্ঠানমালা, ০৭ অক্টোবর ২০২৪ সোমবার বা’দ এশা: হযরত গাউসুল আযম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র সম্মানিত খলিফাগণের আওলাদদের সাথে মতবিনিময় সভা। স্থান: গাউসিয়া হক মনজিল, মাইজভাণ্ডার শরিফ, ০৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার: ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও স্ব স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কর্মসূচি এবং ছাত্র-ছাত্রীদের নীতি-নৈতিকতা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা, ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার: ফটিকছড়ি উপজেলার রেজিস্টার্ড এতিমখানায় ছাত্র-ছাত্রীদের একবেলা খাবার সরবরাহ, ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার: ন্যায্যমূল্যে খাবারের দোকান, উপদেশমূলক দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা, ১২ অক্টোবর ২০২৪ শনিবার: পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচি- হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শান-ই আহমদীয়া গেইট পর্যন্ত।