চট্টগ্রামের লোহাগাড়ায় বনবিভাগের ৫০ একর দখল করে রাখা জমি উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রয়েছে ১৭টি মৎস্য খামার, ১০টি পানের বরজ ও ১টি মাল্টা বাগান রয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে চুনতি রেঞ্জের সাতগড় বনবিটের আওতাধীন এলাকা থেকে এসব জমি উদ্ধার করা হয়।
চুনতি রেঞ্জের সাতগড় বিট কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অভিযান পরিচালনা করে বনের বেশকিছু জমি উদ্ধার করা হয়েছে।
সংরক্ষিত বনভূমি জবরদখলকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। এছাড়া বনের সব দখল জমি উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।