শফিউল আলম,রাউজানঃকোটা আন্দোলনের নামে বঙ্গবন্দ্বু ও মুক্তিযোদ্বাদের কটুক্তি নৈরাজ্য করার প্রতিবাদে রাউজান উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের উদ্যেগে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। গতকাল ১৮ জুলাই বৃহসপতিবার বিকালে রাউজান উপজেলা মুক্তিযুদ্ব স্মৃতি সৌধে আয়োজত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা অঅওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্বা কাজী আবদুলওহাব। মুক্তিযোদ্বা সন্তান মোসলেহ উদ্দিন কাউছারের সঞ্চলনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক মোঃ অশিফ, মুক্তিযোদ্বা ইউসুফ খান চৌধুরী, মেম্বার হাশেম চৌধুরী, বাদল পালিত, সলিমউল্ল্রাহ, মোহাম্মদ আলী, সাধন পালিত, মুক্তিযোদ্বা সন্তান আমিনুল ইসলাম মঞ্জু, উজ্জল বড়ুয়া, সত্যজিৎ দাশ, যুবলীগ নেতা তপন দে, সেলিম উদ্দিন, ইসহাক ইসলাম, ছাত্রলীগ নেতা বেলাল হোসেন সিফাত, নাসির উদ্দিন প্রমুখ ।
ছবির ক্যাপশনঃ রাউজানে তিনদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করছেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি
চট্টগ্রামের রাউজানে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
শফিউল আলম, রাউজানঃ
চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
১৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে রাউজান উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থানী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন , কৃষি কর্মকর্তা মাসুম কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সিরাজাম মুনির, সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল, চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন, স্টেশন কর্মকর্তা উজ্জ্বল কান্তি মজুমদার, ফরেস্ট রেঞ্জার ( শিক্ষানবিস)তৌহিদুর রহমান। এ সময় বন বিভাগের কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও রাউজান বন বিভাগের আয়োজনে মেলায় ১০ টা স্টল বসে। স্টলগুলোতে ৬০ প্রজাতির ফলদ,বনজ, ঔষধী ও শোভাবর্ধনকারী গাছের চারা রয়েছে বলে জানান আয়োজকরা।
রাউজান মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের উদ্যেগে প্রতিবাদ সভা

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন