দেশজুড়ে কোটাবিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ভেরিফায়েড এক্সে দেয়া এক বিবৃতিতে হাই কমিশন থেকে বলা হয়েছে, বাংলাদেশে কোটা বিরোধী ব্যাপক প্রতিবাদ বিক্ষোভে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শত। এ অবস্থায় ভারতীয় সম্প্রদায়ের সদস্য এবং বাংলাদেশে বসবাসরত শিক্ষার্থীদের ঘরের ভিতর অবস্থান করার পরামর্শ দিয়েছে ভারত। কোটাবিরোধী দেশজুড়ে ভয়াবহ প্রতিবাদ বিক্ষোভ পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রতিবাদী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর প্রেক্ষিতে অত্যাবশ্যকীয় নয় এমন ভ্রমণ এড়িয়ে চলতে নিজের নাগরিকদের পরামর্শ দিয়েছে ভারত। তারা যে বাসস্থানে অবস্থান করছেন তার বাইরে সর্বনিম্ন পর্যায়ে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে। ভ্রমণ বিষয়ক সতর্কতা অনুসরণ করতে বাংলাদেশে অবস্থানকারী সব ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়েছে ভারতীয় হাই কমিশন। একই সঙ্গে জরুরি সহায়তার প্রয়োজন হলে হাই কমিশন অথবা অ্যাসিসট্যান্ট হাই কমিশন্সের সহায়তা নিতে বলা হয়েছে।
বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভ তীব্র হয়ে ওঠা এবং অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ভারতীয় অ্যাসিসট্যান্ট হাই কমিশনস ভারতীয নাগরিক ও ছাত্রদের সহায়তার প্রয়োজনে ২৪ ঘন্টা জরুরি ফোন চালু করেছে। এগুলো হলো-
হাই কমিশন অব ইন্ডিয়া, ঢাকা। ফোন নম্বর: ৮৮০১৯৩৭৪০০৫৯১ (হোয়াটঅ্যাপসহ)।
অ্যাসিসট্যান্ট হাই কমিশন অব ইন্ডিয়া, চট্টগ্রাম: ৮৮০-১৮১৪৬৫৪৭৯৭/৮৮০-১৮১৪৬৫৪৭৯৯ (হোয়াটসঅ্যাপসহ)।
অ্যাসিসট্যান্ট হাই কমিশন অব ইন্ডিয়া, সিলেট: ৮৮০-১৩১৩০৭৬৪১১ (হোয়াটসঅ্যাপসহ)।
অ্যাসিসট্যান্ট হাই কমিশন অব ইন্ডিয়া, খুলনা: ৮৮০-১৮১২৮১৭৭৯৯ (হোয়াটসঅ্যাপসহ)।