ফটিকছড়ি প্রতিনিধি |
চট্টগ্রামের ফটিকছড়িতে হাইড্রলিক্স ব্রেক মেরে মোটরসাইকেল থেকে উল্টে পড়ে মো: লোকমান (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) বেলা ১টার দিকে ফটিকছড়ি পৌরসভার কোর্ড পাড়ের সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবক ফটিকছড়ি পৌরসভা ৪নং ওয়ার্ডের মৃত সামশুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ চৌধুরী বলেন- লোকমান আমার এলাকার। সে আজ দুপুরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে কোর্ডের পাড়ের সামনে হাইড্রলিক্স ব্রেক মেরে উল্টে পড়ে যায়। ওখান থেকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে সে মৃত্যুবরণ করে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম বলেন- গুরুতর আহত অবস্থায় এক যুবককে মেডিক্যাল এ নিয়ে আসার পর তার মৃত্যু হয়। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পুলিশ লাশ হস্তান্তর করবে।