প্রতিনিধি |
কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ এ ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে। এদিকে চুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ চেয়ে আবেদন করেছে চুয়েট শিক্ষার্থীরা। পরে বিকালে চুয়েট কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধন্ত নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ১৮ জুলাই দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের স্ব স্ব হল ত্যাগের নির্দেশনা প্রদান করা হয়। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখান করেছে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা।
চুয়েট ছাত্রলীগের কার্যালয় ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, এই রকম কোনো সংবাদ আমার কাছে আসে নাই। এই ধরনের ঘটনাও আমরা শুনিনাই এখানে।
প্রসঙ্গত, প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী হল ছাড়লেও আরও অনেক শিক্ষার্থী সংখ্যক শিক্ষার্থী হলে অবস্থান করছেন। আবার চলে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ক্যাম্পাসে ফিরে আসছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।