চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ছাত্র-শিক্ষকদের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ-২০২৪ শুরু হয়েছে। নিম গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু তাহের।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় যথাক্রমে প্রফেসর বেনু কুমার দে ও প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, এ এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. আলী আরশাদ চৌধুরী নিজ নিজ হাতে হল প্রাঙ্গণে চারা গাছ লাগান।
এ সময় মাননীয় উপাচার্য উপস্থিত ছাত্র শিক্ষক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণ যেমন গুরুত্বপূর্ণ তেমনি টেকসই দেশ উন্নয়নে আধুনিক দক্ষতা সম্পন্ন মানবসম্পদও প্রয়োজন। এ জন্য সকলকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর তাগিদ দেন তিনি। শেষে তিনি হলের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে হলে শিক্ষার পরিবেশ সুন্দর ও নিরাপদ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।