সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত সরফভাটা ছৈয়দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক পাকা, শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্না দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জবাব ডাঃ এস এম আবুল ফজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম (খোকন), সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি জনাব আবদুল করিম চৌধুরী, সোসাইটির প্রতিষ্ঠাতা আহবায়ক ও নির্বাহী কমিটির সদস্য জনাব কাজী এ এম এম মমতাজুল ইসলাম।এতে বিদ্যালয়ের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব শহিদুল্লাহ চৌধুরী