চট্টগ্রাম সাগরিকাস্থ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন বাস্কেটবল কোর্টের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সংস্কার কাজের উদ্বোধন করবেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।
সিজেকেএস সহ সভাপতি মো : হাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ¦ আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো : আলমগীর, সিজেকেএস সহ সভাপতি একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো: জাহাঙ্গীর, নির্বাহী সদস্য ও সিজেকেএস বাস্কেটবল কমিটির সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, নাসির মিয়া, সিজেকেএস কাউন্সিলর মকসুদর রহমান বুলবুল, প্রসেনজিৎ দত্ত রাজু, শওকত হোছাইন, আলী হাসান রাজু, সাইফুল আলম খান, মোমিনুল হক, জাফর ইকবাল, ইয়াসির আরাফাত, সালাউদ্দিন জাহেদ, মোশাররফ হোসেন লিটন, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান রুবেল, বিসিবি এক্সিকিউটিভ মো: শাহীন হোসেন, বিসিবি পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু প্রমুখ।