মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)। ২১ মে’ অনুষ্ঠিতব্য কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী ৩ হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী একটি সহিংসতামুক্ত, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সে সাথে ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে “আমার ভোট আমি দিব, যাকে খুশি তাঁকে দিব” এই প্রত্যয় ব্যক্ত করেছেন।
বুধবার (১৫ মে) বেলা ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২য় ধাপে অনুষ্ঠিতব্য আসনৃন ৬ষ্ঠ কাপ্তাই উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, হেডম্যান, কারবারি, নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থী, গণমাধ্যমকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে তিন চেয়ারম্যান প্রার্থী তাদের বক্তব্যে এমন মন্তব্য করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। নির্বাচনে প্রতিদ্বন্ধি তিন চেয়ারম্যান প্রার্থী হলেন “আনারস” প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, “দোয়াত কলম” প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন ও “ঘোড়া” প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা (জটিল)। চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী তার বক্তব্যে বলেন, আমরা একসাথে তিনজন বসে একসাথে দোকানে চা খেয়ে তারপর যার যার নির্বাচনী প্রচারনায় চলে গেছি। তিনি প্রতিদ্বন্ধি প্রার্থীদেরকে এক কালারের পান্জাবি দেবার ঘোষণা দেন এবং সেটা পরে নির্বাচনের দিন সকলে একসাথে ভাল একটা নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেন। অপর দুইজন প্রার্থী তার এই বক্তব্যে সমর্থন দেয়। চেয়ারম্যান প্রার্থী মোঃ নাছির উদ্দীন বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা আমার রাজনৈতিক সহকর্মী। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমরা সকলে মিলে একটা গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিব। চেয়ারম্যান প্রার্থী সুব্রত বিকাশ তনচংগ্যা (জটিল) বলেন, শান্ত জনপদ কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে আমরা যারা প্রতিদ্বন্ধিতা করছি তারা সকলেই একটি দলের নেতাকর্মী। আমাদের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা একটি সহিংসতামুক্ত নির্বাচন উপজেলাবাসীকে উপহার দিব। প্রতিদ্বন্ধী তিন চেয়ারম্যান প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ বক্তব্যে সন্তোষ প্রকাশ করে মতবিনিময় সভার প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, কাপ্তাইয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থী এবং তাদের সমর্থকরা অদ্যাবধি যেই দৃষ্টান্ত রেখে আসছেন তা আমাদের জন্য আশাব্যঞ্জক। আমরা একটি সহিংসমুক্ত, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে বদ্ধপরিকর। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, রাঙামাটি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হোসেন এবং সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। সভাপতির বক্তব্যে প্রতিদ্বন্ধি তিন চেয়ারম্যান প্রার্থীর বক্তব্যের প্রশংসা করে ইউএনও মোঃ মহিউদ্দিন বলেন, আমরা চাই আগামী ২১ মে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন একটি মডেল নির্বাচন হবে, যাতে জনগণ অবাধে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারেন।