শফিউল আলম, রাউজানঃ কাতার রাউজান সমিতির সাধারন সম্পাদক ওসমান গণি চৌধুরীর মাতা ছবিলা খাতুন ৯৪ বৎসর বয়সে বাধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ১৫ মে বুধবার সকালে ইন্তেকাল করেন । (ইন্না লিলাহি ওয়া ইন্না এলাহি রাজেউন) মৃত্যুকালে মরহমা ছবিলা খাতুন ওসমান গণি চৌধুরী সহ তিন ছেলে সন্তান ও তিন কন্যা সন্তান সহ অনেক গুণগ্রাহি রেখে যায় ।
১৫ মে বুধবার বাদে আসর রাউজানের পশ্চিম রাউজান ফকির মোহাম্মদ চৌধুরীর বাড়ী জামে মসজিদ মাঠে মরহুমা ছবিলা খাতুনের জানাজার নামাজ অনুষ্টিত হয় । জানাজার নামাজে কাতারস্থ রাউজান সমিতির সাবেক সভাপতি মহসিন খান, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, মরহুমার সন্তান লোকমান চৌধুরী, ওসমান গণি চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিন, আবুল মনসুর, সৈয়দ নসর উদ্দিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । জানাজার নামাজ শেষে ফকির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ সংগ্লন্ন কবরস্তানে মরহুমা ছবিলা খাতুনকে দাফন করা হয়।