২৩ নাবিককে নিয়ে কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুবদিয়ায় নোঙর করে এমভি আবদুল্লাহ। জিম্মি দশা থেকে মুক্তির ঠিক ১ মাস পর দেশে আসলো জাহাজটি। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে এসেছে। কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি পণ্য খালাসের জন্য জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, এমভি আবদুল্লাহ গত ৪ঠা মার্চ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়। ১৯শে মার্চ আবদুল্লাহ আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল। মাপুতো থেকে রওনা হওয়ার চার দিন পর গত ১২ই মার্চ ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ জাহাজটি সোমালি জলদস্যুদের কবলে পড়ে। সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার দীর্ঘ ৩৩ দিন পর গত ১৩ই এপ্রিল ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়।