মির্জা ইমতিয়াজ শাওন:: আজ ভোরে হালদায় ডিম ছেড়েছে মা মাছ। হাটহাজারীর রামদাসমুন্সির হাট, মাছুয়াঘোনা, আমতুয়া, নয়াহাট ও রাউজানের পয়েন্টে নমুনা ডিম পেয়েছেন সংগ্রহকারীরা।
মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালবাউস) মা মাছেরা নমুনা ডিম ছাড়তে শুরু করেছে।
মঙ্গলবার (৭ মে) ভোর ৬টার সময় ভাটার শেষে দিকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারী ও মৎস্য অফিসের কর্মকর্তারা।
ডিম সংগ্রহ ও বিপণনকারী তরিকুল কালাম তুহিন ও রবি চৌধুরী জানান চলতি মাসের ৬ মে থেকে ১০ মে পর্যন্ত হালদায় কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার অমাবস্যার জোঁ চলছে।
আমাদের রাউজান সংবাদদাতা সিনিয়র সাংবাদিক শফিউল আলম বলেন ভোরের দিকে কিছু ডিম পাওয়া গেছে। গতকাল বৃষ্টি হওয়ার কারণে মা মাছ ডিম ছেড়েছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়াতে মা মাছ ডিম ছাড়তে অনুকূল পরিবেশ পায়নি। রাতের জোয়ার শেষে ভাটায় মা মাছ ডিম ছেড়েছে। ডিম কি পরিমান পাওয়া গেছে তা আরো কিছু সময় পর বুঝা যাবে।