শফিউল আলম., রাউজান ঃ রাউজানে কমছে ফসলী জমি বাড়ছে আবাসন, মাটি খেকো সিন্ডিকেটের সদস্যরা পাহাড়ী এলাকার টিলা কৃষি জমি, সর্তার খালের পাড় কেটে বিক্রয় করছে মাটি। রাউজান উপজেলার প্রতিটি এলাকায় প্রতিদিন রাতেই কৃষি জমি ভরাট চলছে পুরোদমে। রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া হাজী পাড়া রায়মুকুট দিঘির দক্ষিন পাশে ও পশ্চিম পাশে খাসখালী খালের তীরের ফসলী জমি সব্জি ক্ষেতের জন্য উর্বর জমি। সব্জি ক্ষেতের জন্য উর্বর জমিতে শুস্ক মৌসুমে খাসখালী খালের পানি সেচের মাধ্যমে ব্যবহার করে ফুলকপি, বাধাকপি, শালগম, মুলা, আলু শষা, বেগুন , আলু শিম, বরবটি, ঢেড়শ, টমোটো, পিয়াজ, আখ,পটল, ঝিঙ্গা ক্ষেতের চাষাবাদ করেন কৃষকরা। প্রতি বৎসর ঢেউয়া হাজী পাড়া, শরীফ পাড়া এলাকার ফসলী জমি থেকে কোটি টাকার বেশী সব্জি উৎপাদন হয়। রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া হাজী পাড়া,শরীফ পাড়া এলাকার ফসলী জমি সব্জি উৎপাদনের জন্য প্রসিদ্ব হলে ও সব্জি উৎপাদনের ফসলী জমিতে লেগেছে মাটি ভরাট করে ঘরবাড়ী তৈয়ারী করার হিড়িক । স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তি রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া হাজী পাড়া রায়মুকুট দিঘির দক্ষিন পাশে ও পশ্চিম পাশে ফসলী জমি ভরাট করে অর্ধ শতাধিক প্লট তৈয়ারী করে দুশতক(প্রতি গন্ড) জমি ২০ লাখ থেকে ২৪ লাখ টাকা করে বিক্রয়্ করছে। রাউজানের বিভিন্ন এলাকার মানুষ এসব প্লট ক্রয় করে পাকা ভবন নির্মান করছেন । স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা কৃষি জমি ভরাট করে প্লট তৈয়ারী করে বিক্রয় করা হলে ও তাদের বিরুদ্বে কোন ব্যবস্থ্ ানেয়নি সংশ্লিষ্ট প্রশাসন । রাউজান পৌরসভার ঢেউয়া পাড়া রায়মুকুট দিঘির দক্ষিন পাশে ও পশ্চিম পাশে ফসলী জমি ভরাট করে ঘরবাড়ী নির্মান করায় ফসলী জমি কমছে । অপরদিকে বর্ষার মৌসুমে বৃষ্টি ও পাহাড়ী ঢলের শ্রোতের পানি চলাচলে প্রতিবন্দকতা হয়ে ঢেউয়া পাড়া, জলিল নগর বাস ষ্টেশন, পশ্চিম রাউজান এলাকা জলবদ্বতা সৃষ্টি হয়ে সড়ক, ঘরবাড়ী পানিতে ডুবে যাওয়ার শংকা করছেন এলাকার স্থানীয় বাসিন্দ্বারা । রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর চিকদাইর ইউনিয়ন ও পশ্চিম ডাবুয়া এলাকায় সব্জি ক্ষেতের জন্য উর্বর ফসলী জমি থেকে এসকেভেটার দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাক ভর্তি করে সড়ক দিয়ে নোয়াজিশপুর এলাকা ও পাশ্ববর্তী ফটিকছড়ি উপজেলার জাফত নগর, আবদুল্ল্রাহ পুর এলাকায় কৃষি জমি ওপুকুর জলাশয় ভরাট করে নির্মান করা হচ্ছে ঘরবাড়ী ও বাণ্যিজিক ভবন । রাউজানের ৭নং রাউজান ইউনিয়নের মঙ্গল খালী, কেউটিয়, পশ্চিম রাউজান বড়ুয়া পাড়া, কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর, শমশের পাড়া, পুর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া, হেয়ারা পাড়া, পশ্চিম আধার মানিক, অলি মিয়া হাটের পুর্ভ পাশে, আয়েশার বাপের বাড়ী, উত্তর গুজরা, বিনাজুরী ইউানয়নের জাম্মইন, কাগতিয়া বাজারের পুর্ব পাশে, পশ্চিম বিনাজুরী, পশ্চিম গুজরা ইউনিয়নের কাসম নগর, মাইজপাড়া, কাগতিয়া, ডোমখালী, মগদাই, বদু মুন্সি পাড়া সরকার পাড়া, মীরধার পাড়া, বাগোয়ান ইউনিয়নের গশ্চি, পাচঁখাইন, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, পাহাড়তলী চৌমুহনী, শেখ পাড়া, খান পাড়া, মহামুনি, দেওয়ান পুর, খৈয়াখালী, দমদমা, নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন, সামমাহলদও পাড়া,পলোয়ান পাড়া, পটিয়া পাড়া, উভলং, সুর্যসেন পল্লী, শেখ পাড়া, গরীব উল্ল্রাহ পাড়া, উরকিরচর ইউনিয়নের মীরা পাড়া,হারপাড়া, আবুর খীল,খলিফার ঘোনা, মইমকরম, উরকিরচর, হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, হলদিয়া শিরনী বটতল, গর্জনিয়া, এয়াসিন নগর, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, চিকদাইর পাঠান পাড়া, নেওয়াতে বাড়ী, ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া. গনিপাড়া, কেউকদাইর, কান্দি পাড়া, রামনাথ পাড়া, ডাবুয়া, পুর্ব ডাবুয়া, হাসান খীল, হিংগলা, কলমপতি,দক্ষিন হিংগলা, রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম রাউজান, ডাক্তারখানা, সাপলঙ্গা,দলিলাবাদ,সাহানগর, পৌরসভার ৭ নং ওয়ার্ডেও ছত্র পাড়া, বড়বাড়ী পাড়া বাঘপুকুর পাড়, বাচাইয়্যার দোকান, রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের নন্দী পাড়া, বেরুলিয়া,বণিক পাড়া, রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের দাইয়্যার ঘাটা,সুলতানপুর কাজী পাড়া, রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের দাশ পাড়া, ছিটিয়াপাড়া, পৌরসভার ৩ ওয়ার্ডের পুর্বগহিরা, গহিরা ২ নং ওয়ার্ডের মোবারক খীল, দক্ষিন গহিরা, ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরা এলাকায় গত কয়েক বৎসরে শতাধিক পুকুর জলাশয় বিপুল পরিমান আয়তনের কৃষি জমি মাটি ভরাট করে নির্মান করা হয়েছে বাণ্যিজিক ও আবাসিক ভবন । কৃষি জমি রক্ষায় সরকার কৃষিজমিভরাট ও কৃষিজমি থেকে মাটি খনন বন্দ্ব করার নির্দেশ দিলেও তা অমান্য করে ভরাট করা হচ্ছে কৃষিজমি নির্মান করাহচ্ছে ঘরবাড়ী ও বাণ্যিজিক ভবন । কৃষি জমি রক্ষায় রাউজানের সংসদ সদস্যএবি এম ফজলে করিম চৌধুরী কৃষি জমি ভরাট করা ও খনন করা বন্দ্ব করতে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেয় । সরকার ও সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশকে অমান্য করে কৃষি জমি ভরাট ও কৃষি জমি থেকে মাটি খনন করছে এলাকাভিত্তিক মাটি খেকো সিন্ডিকেটের সদস্যরা। এব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা বলেন, কৃষি জমি ভরাট করলে জমি ভরাট কারীর বিরুদ্বে কোন ব্যবস্থা নেওয়া আইনগত জঠিলতার কারনে হিমসিম খেতে হচ্ছে। কৃষি জমি থেকে মাটি খনন করা হলে তার বিরুদ্বে ব্যবস্থা গ্রহন করতে কোন বাধা নেই। সম্প্রতি রাউজানের বুককবানপুর এলাকায় কৃষি জমি থেকে মাটি খনন করায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছি।
রাউজানে কমছে ফসলী জমি, বাড়ছে ঘরবাড়ীসহ মাটি খেকোদের আগ্রাসন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন