শওকত হোসেন করিম, ফটিকছড়ি :
ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, পাকিস্তানীদের অন্যায় অবিচারের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তর সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে। সেই বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তিনি আজ (২৬ মার্চ) ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন।
মুক্তিযোদ্ধা শফিকুর নূর বীর প্রতীক মাওলা হলে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর নুরুল হুদা, ভুজপুর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব মো. ইছমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এ কে জাহেদ চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধা, সাংবাদিক ও পেশাজীবিগণ।
সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষা অফিসার হাসানুল কবির ও শিক্ষক পল্লবী খাস্তগীর।
‘‘মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে এগিয়ে যাচ্ছে দেশ’’

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন