রাউজানের ঢেউয়া পাড়া ,শরীফ পাড়ায় ফসলী জমিতে দেশী পিয়াজের চাষাবাদ ফলন হয়েছে ভাল
শফিউল আলম, রাউজানঃ রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের শরীফ পাড়া, ঢেউয়া পাড়া এলাকায় খাসখালী খালের দু তীরের ফসলী জমিতে টমটো, বেগুন, বাধাকপি, আলু, শালগম, লাউ, মিষ্টি কুমড়া,মুলা, মরিচ, লাল শাক, পালংশাক, ধনিয়া পাতা, পুদিনা, কচু, বাদাম, ক্ষিরা, শষা,ঝিজ্ঞা,পটল,ঢেড়শ,পেপে,ক্ষেতের ব্যাপক চাষাবাদ হয় । এলাকার দেড়শত একর ফসলী জমিতে দেড়শতাধিক কৃষক প্রতি বৎসর কোটি টাকার বেশী সব্জি উৎপাদন করেন। কৃষকদের চাষাবাদের জন্য রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান পৌরসভ্রা মেয়র জমির উদ্দিন পারভেজ,কৃষি সম্প্রসারন অধিদপ্তর বিভিন্ন প্রকার সহায়তা করে আসছে । পেয়াজের দাম বৃদ্বি হলে, রাউজান উপজেলা কৃুষি অফিসার মাসুম কবির উত্তর বঙ্গ থেকে বারী ১ পেয়াজের বীজ এনে শরীফ পাড়ার কৃষক আবু তাহের সহ কয়েকজন কৃষককে চাষাবাদের জন্য দেওয়া হয় । দেশী তাহেরপুরী, ফরিদপুরী বারী ১ পেয়াজ বীজ দিয়ে ফসলী জমিতে পেয়াজের চাষাবাদ করে কৃষক আবু তাহের সহ কয়েকজন কৃষক । কৃষক আবু তাহের বলেন, কৃষি অফিস পেয়াজের বীজ দিয়েছেন । আমি ৩৫ হাজার টাকা খরচ করে ৩০শতক জমিতে পেয়াজের চাষাবাদ করেছি । পেয়াজের ফলন ভাল হয়েছে । খরচ বাদ দিয়ে উৎপাদিত পেয়াজ বিক্রয় করে দেড় লাখ টাকা আয় করতে পারবো । গত ২৬ মার্চ মঙ্গলবার বিকালে ঢেউয়া পাড়া, শরীফ পাড়া এলাকায় পেয়াজ ক্ষেতের প্রদর্শনী সরেজমিনে পরির্দশন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এসময়ে আরো উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির। পেয়াজ ক্ষেতের চাষাবাদের জমি পরির্দশন কালে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন,কৃষি জমি কেউ ভরাট ও খনন করতে পারবেনা। কৃষকরা পরিশ্রম করে সব্জি সহ বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করছে।কৃষকদের যে কোন প্রকার সহায়তা প্রয়োজন হবে সব প্রকার সহায়তা করা হবে । ,শরীফ পাড়া ও ঢেউয়া পাড়া এলাকায় ৩শত জন কৃষককে ৩শতটি নতুন কোদাল দেওয়ার ঘোষনা ও খাসখালী খাল খনন করার ঘোষনা দেয় রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজানে ফসলী জমিতে দেশী পিয়াজের বাম্পার ফলন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন