শওকত হোসেন করিম, ফটিকছড়ি:
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ এর প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনার ও জাতির পিতার মুর্যাল এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। এ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ, সরকারের বিভিন্ন দপ্তর, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামীলীগ, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব ও অন্যান্যরা। পরে, কুচকাওয়াজ ডিসপ্লে দেয়ালিকা উন্মোচন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে, বীর মুক্তিযোদ্ধা শহিদ শফিকূন নূর মওলা (বীরপ্রতীক) গণমিলনায়তনের ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে এবং দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা, বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফটিকছড়ি সাংসাদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো: ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহিন, ওসি (তদন্ত) আবু জাফর মো: সালেহ, উপজেলা শিক্ষা অফিসার হাসানুল কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ (এলমজি) প্রমুখ।
ফটিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন