রাউজানে সরিষা বাম্পার ফলন, ১হাজার ২শত মেট্রিক টন সরিষা উৎপাদন,৪ লক্ষ লিটার তৈল,৩শত ৬০ মেট্রিক টন খৈল পাবে সরিষা চাষীরা
শফিউল আলম, রাউজান ঃচট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় এবার শুস্ক মৌসুমে ৭শত ৫০ হেক্টর জমিতে সরিসা ক্ষেতের চাষাবাদ করেছেনন কৃষকরা। রেলপথমন্ত্রনালয় সম্পৃকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহায়তায় রাউজানে কৃষকরা শুস্ক ম্যেসুমে সরিষা ক্ষেতের চাষাবাদ করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। ভৌজ তৈলের চাহিদা পুরন করতে রাউজানে ব্যাপক ভাবে সরিষা ক্ষেতের চাষাবাদ করছে কৃষকরা। রাউজানের বিভিন্ন এলাকায় এবার বারী সরিষা ১৪,১৫,১৭,১৮,ও বিনা সরিষা ৪,৯,১১, টরি -৭,রাই সরিষা জাতের সরিষা ক্ষেতের চাষাবাদ করা হযেছে । কৃষকদের সরিষা ক্ষেতের চাসাবাদে উৎসাহ দিতে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজওে করিম চৌধুরী তার নিজ অর্থ দিযে ক্রয় করে কৃষকদের মধ্যে ৩ হাজার কেজি উন্নত জাতের সরিষা বীজ দেয়া হয়। এছাড়া ও রাউজান উপজেলা কৃষি সম্পসারন অধিদদপ্তর থেকে প্রনোদনা,রাজস্ব^ প্রর্দশনী বাবদ কৃষকদের সরিষা বীজ, সার দেয়া হয় । রাউজান উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌর এলাকায ৭শত ৫০ হেক্টর জমিতে সরিষা ক্ষেতের চাষাবাদ করা হয়। সরিষার ফলন ভাল হওযায় পাকা সরিষা ফসলী জমি থেকে কেটে ঘরে তোলে কৃষকরা আনন্দ উৎসাহে মেতে উঠেছে । রাউজানের চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তাএওলাকার কৃষকসুমন ঘোষ বলেন, এক একর ৬০ শতক জমিতে সরিষা ক্ষেতের চাষাবাদ করেছি।সরিষার ফলন ভাল হয়েছে।পকা সরিষা জমি থেকে কেটে মেশিন দিয়ে মড়াই করে সরিষ ঘরে তুলেছি।সরিষা মেশিনে মড়াই করে সরিষার থৈল বাজাওে বিক্রয় করবো। চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,বলেন চিকদাইর ইউািনযনে ১শত ৩০ হেক্টর জমিতে সরিষা ক্ষেতের চাষাবাদ করেন কৃষকরা। সরিষা ক্ষেতের চাষাবাদ করে সরিষার ফলন ভাল হওয়ায় কৃষকরা খুশি। রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন,৭শত ৫০ হেক্টর সরিষার ক্ষেত থেকে প্রতি হেক্টর জমি থেকে সরিষা থেকে ১হাজার ২শত মেট্রিক টন সরিষা উৎপাদন হবে।১হাজার ২শত মেট্রিক টন সরিষার বর্তমান বাজার মুল্য ১২ কোটি টাকা। ১হাজার ২শত মেট্রিক টন সরিষার বীজ মেশিনে মাড়াই করে ৪লাখ লিটার সরিষার তৈল উৎপাদন হবে। ৪লাখ সরিষার তৈল বর্তমান বাজার মুল্য অনুসারে ১২ কোটি ৮ লাখ টাকা । সরিষার তৈল উৎপাদন করার সময়ে ভোজ্য তৈল ছাড়া ৩শত ৬০ মেট্রিকটন খৈল উৎপাদন হবে।উৎপাদিত খৈল গবাদী পশু ও মাছের খাদ্য ুিহসাবে
রাউজানে সরিষার বাম্পার ফলন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন