শফিউল আলম,রাউজানঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের কান্দী পাড়া সড়কটি ডাবুয দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক থেকে শুরু হয়ে ডাবুয়া তারাচরন শ্যমাচরন উচ্চ বিদ্যলয়ের পশ্চিম পাশে কান্দীপাড়া মার্দ্রসার পাশ দিয়ে রায়কিশোরী সড়কের সাথে মিলিত হয় । বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে ডাবুয়া খালের ভাঙ্গন সৃষ্টি হয়ে পানির শ্রোতে কান্দী পাড়া সড়কটি বিভিন্ন স্থানে বিধস্থ হয়ে যায় । কান্দী পাড়া সড়কটি বিধস্ত হওয়ার পর থেকে যানবাহন চলাচলেরঅনুপযোগি হয়ে পড়ে। এতে হাজার হাজার মানুষের চলাচলে দুভোর্গ পোহাতে হয় । রেরপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ীকমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এম”পির একান্ত প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কান্দী পাড়া সড়ক উন্নয়নের জন্য ৬৪ লাখ টাকা বরাদ্ব দিয়ে টেন্ডার আহবান করেন। টেন্ডারের মাধ্যমে কাজ নিয়ে ঠিকাদারী প্রতিষ্টান সড়কের কাজ শুরু করেন। গতকাল ১৭ মার্চ রবিবার সকালে কান্দী পাড়া সড়কের নির্মান কাজের উদ্বোধন করেন ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী। এসময়ে আরো উপস্থিত ছিলেন ইউপি মেম্বার আসাদ হোসেন,যুবলীগ নেতা সলাউদ্দিন সহ গন্যমান্য ব্যক্তিরা।
রাউজানে ৬৪ লাখ টাকা ব্যয়ে ডাবুয়া কান্দি সড়কের নির্মাণ কাজ শুরু

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন