নাশকতার বিভিন্ন মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকসহ ৬০ নেতাকর্মী। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজি এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ তাদের আগাম জামিন মঞ্জুর করেন। শিমুল বিশ্বাসের পক্ষে জামিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওনসহ শতাধিক আইনজীবী।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ২৮শে অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারি এবং যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় নাশকতার ১২টি মামলা দায়ের হয়। এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
খন্দকার আবু আশফাকের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বলেন, ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা জেলার দোহার থানায় ৩টি, নবাবগঞ্জ থানায় ১টি ও গুলশান থানায় ২টি মামলা দায়ের হয় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ বিএনপি নেতাকর্মীদের নামে। এসব মামলায় আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।