বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা জনগণের নাভিশ্বাস হয়ে উঠেছে। দ্রুত দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। পণ্যের মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়ার মুখে এখনই লাগাম দিতে হবে। এসময় চাল, ডাল, পেঁয়াজ, তেল, চোলা, সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে ও বিদ্যুৎ, গ্যাস, পানির সরবরাহ নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ গ্রহণের দাবি জানান। গত ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে লাগামহীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবীতে মানববন্ধন ও সমাবেশ সংগঠনের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-মহাসচবি অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম জেহাদী। বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সেলিম, মহানগর দক্ষিণের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক কে.এম নুর উদ্দিন চৌধুরী, প্রকাশনা সম্পাদক হাফেজ আনসারুল হক, দপ্তর সম্পাদক মাষ্টার বদিউর রহমান, প্রচার সম্পাদক ইব্রাহিম এমদাদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জানে আলম ফারুকী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাষ্টার মুহাম্মদ ইউসুপ, চকবাজার থানার আহবায়ক মাওলানা নুরুল আলম, ছাত্রসেনা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন মাওলানা নুর মুহাম্মদ আলকাদেরী, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ ফজল করিম, মুহাম্মদ ফারুক, মোশারফ হোসেন, মুহাম্মদ রাকিব প্রমুখ।
শুক্রশুক্রনিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির ফলে জনগণের নাভিশ্বাস হয়ে উঠেছে

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন