শফিউল আলম, রাউজানঃ
গাউসিয়া কমিটি রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড ওয়াহেদের খীল শাখার উদ্যোগে রহমাতুল্লিল সুন্নি কনফারেন্স অনুষ্টিত হয় । গত ২ ফেব্রুয়ারী শুক্রবার বাদে মাহরিব ওয়াহেদের খীল ঈদগাহ মাঠে এডবৈাকেট এস এম শাহেদ উল্ল্রাহ (জনি)’র সভাপতিত্বে গাউসিয়া কমিটি রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড ওয়াহেদের খীল শাখার সভাপতি এম সাজ্জাদ হোসেন চৌধুৃরীর সঞ্চলনায় অনুষ্টিত সুন্নি কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । সুন্নি কনপারেন্সের উদ্বোধন করেন রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী । সুন্নি কনপারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সভাপতি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সাদারন সম্পাদক মোহাম্মদ আবু তাহের, আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকি, রাউজান দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান মুন্সি। সুন্নি কনফারেন্সে প্রধান আলোচক হিসাবে তকরির করেন চট্টগ্রাম চান্দগাও নুরুস সুন্নাহ রজভী ইনস্টিটিউটের প্রতিষ্টাতা ও চেয়ারম্যন আল্লামা মুফতি মুহাম্মদ আবদুল আজিজ রজভী। সুন্নি কনফারেন্সে ওয়াহেদের খীল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আসিফ সাইফুদ্দিন চৌধুরীকে বিদায় সংবর্ধনা ও নতুন ভাবে নিয়োগ দেওয়া দুই খতিব মাওলানা সোলাইমান আলী রজবী, মাওলানা ইরিয়াছ রেজভীকে বরন করে নেওয়া হয় । সুন্নি কনফারেন্সে মসজিদের পাচঁ ওয়াক্ত নামাজ আদায়কারী মুসল্লীদের সংবর্ধিত করা হয় । তাদেরকে জায়নামাজ তসবিহ টুপি দেওয়া হয় । সুন্নি কনফারেন্সে মসজিদের দীর্ঘকাল ধরে খেদমত করার জন্য আলহাজ্ব কবির আহম্মদ চৌধুরীকে সম্মননা প্রদান করা হয় । নিকাহ রেজিষ্টার পদে নিয়োগ পাওয়ায় কাজী আবদুল্ল্রাহ কে সংর্বদিত করা হয়। ওয়াহেদের খীল ঈদগাহ মাঠের জন্য ভুমি দাতা আবদুছ চমদ চৌধুরীর পরিবারের সদস্যদেরকে সম্মননা দেওয়া হয় । সুন্নি কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন রাউজান মহিলা মার্দ্রাসার সুপার মাওলানা আবদুল মান্নান চৌধুরী, শিক্ষক ফিরোজ আহম্মদ চৌধুরী, আবু বক্কর চৌধুরী, আরিফুল হক চৌধুরী, আবু তালেব চৌধুরী,খালেদ চৌধুরী, ইউছুফ চৌধুরী, কুতুব উদ্দিন চৌধুরী, নুরু কোম্পানী, শামশুল আলম, মনসুর চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরী, মোঃ সৈয়দ মিয়া,এমরান উদ্দিন প্রমুখ । শেষে দেশ জতির কল্যান কামনা করে মোনাজাত করা হয় । ছবির ক্যাপশনঃ এস এস সি পরিক্ষায় উত্তিন মেধাবী শিক্ষার্থী সুমাইয়া তাবাচ্ছুমকে প্রদত্ত সম্মননা ক্রেস্ট গ্রহন করছেন তার পিতা রাউজান পৌরসভার কাউন্সিলর জসিমউদ্দিন চৌধুরী এস এসসি পরিক্ষায় উত্তির্ন মেধাবী শিক্ষার্থী সুমাইয়া তাব্বাচ্ছম কে সম্মননা দিলেন গাউসিয়া কমিটি ওয়াহেদের খীল শাখা শফিউল আলম,রাউজান ঃ এস এসসি পরিক্ষায় উত্তির্ন মেধাবী শিক্ষার্থী সুমাইয়া তাব্বাচ্ছম কে সম্মননা দিলেন গাউসিয়া কমিটি ওয়াহেদের খীল শাখা। রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর কন্যা তাবাচ্ছুম সুমাইয়া এস এস সি পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে মেধাবী শিক্ষার্থী হিসাবে স্থান পেয়েছেন । বর্তমানে মেধাবী শিক্ষার্থী তাবাচ্ছুম চট্টগ্রাম ক্যন্টেনমেন্ট পাবলিক কলেজৈ একাদশ শ্রেণীতে লেখাপাড়া করছেন । গত ২৩ ফেব্রুয়ারী শুক্রবার রাউজানের ওয়াহেদের খীল এলাকায় গাউসিয়া কমিটি বাংলাদেশ ওয়াহেদের খীল শাখার উদ্যোগে আয়োজিত সুন্নি কনফারেন্সে মেধাবী শিক্ষার্থী তাব্বাচ্ছুম সুমাইয়াকে সম্মননা প্রদান করেন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ্ব । মেধাবী শিক্ষার্থী তাব্বাচ্ছুম সুমাইয়ার পক্ষে সম্মননা ক্রেস্ট গ্রহন করেন তার পিতা রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী।