বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে ২২ ফেব্রুয়ারি ২০২৪ চবি কেন্দ্রীয় খেলার মাঠে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় অফিসার সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেল ২:৩০ টায় এ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর বেনু কুমার দে। সকাল ১০:০০ টায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। চবি অফিসার সমিতির সভাপতি জনাব রশীদুল হায়দার জাবেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম এবং স্বাগত বক্তব্য রাখেন চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আসাদ।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে চবি অফিসার সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, “খেলাধূলা ও শরীরচর্চা প্রত্যেকের জন্য অপরিহার্য। অবিরত দাপ্তরিক কাজ পরিচালনায় অনেক সময় কর্মকর্তাদের একঘেঁেয়মী চলে আসে। তাই কর্মক্ষেত্রে কর্মচাঞ্চল্য ফিরে পেতে ক্রীড়া প্রতিযোগীতাসহ বিভিন্ন বিনোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ শরীর ও প্রফুল্ল মন নিয়ে কাজে মনোনিবেশ করলে যেমন কাজের গতি আসে তেমনিভাবে কর্মস্পৃহাও বাড়ে।” মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, “ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে একটি সংগঠিত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দক্ষতাসূচক শারীরিক কার্যক্রম। অফিসার সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কর্মকর্তারা বছরে একবার তাদের ক্রীড়াশৈলী প্রদর্শনের সুযোগ পেয়ে ক্রীড়াবিদ ও দর্শকদের উজ্জীবিত করেন।” তিনি কর্মকর্তাদের স্ব স্ব দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া ও শরীরচর্চাসহ বহুমাত্রিক দক্ষতা অর্জন করে এ বিশ^বিদ্যালয়কে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুর্চ্ছনায় সম্মানিত রেজিস্ট্রার জাতীয় পতাকা, চবি অফিসার সমিতির সভাপতি বিশ^বিদ্যালয় পতাকা, সাধারন সম্পাদক সমিতি পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। চবি অফিসার সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ মোরশেদ আলম এর নেতৃত্বে ক্রীড়াবিদদের মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। মার্চপাস্টে সমিতির পতাকা বহন করেন সহকারী হিসাব নিয়ামক ভূপাল কৃষ্ণ রুদ্র। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন সহকারী পরিচালক (অডিট) মোহাম্মদ রাশেদ আলম সরকার। বিচারকদের পক্ষে ডেপুটি রেজিস্ট্রার এবং সমিতির সহ-সভাপতি মীনা পারভীন হোসেন ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সেলিমকে এবং ক্রীড়াবিদদের পক্ষে সহকারী হিসাব নিয়ামক ভূপাল কৃষ্ণ রুদ্রকে শপথবাক্য পাঠ করান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চবি আলাওল হল মসজিদের পেশ ইমাম (সহকারী রেজিস্ট্রার) মোঃ হাসানুজ্জামান, উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ রাশেদ বিন আমিন চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, চবি বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, চবি অফিস প্রধানবৃন্দ, চবি অফিসার সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ার সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।