আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া নঈমীয়া নক্সেবন্দীয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে উপমহাদেশের শ্রেষ্ঠ মোফাচ্ছির আল্লামা সৈয়দ নঈম উদ্দিন মুরাদাবাদী (রহ.), সৈয়দ আবদুর রহমান আলকাদেরী (রহ.), শাহসূফী আল্লামা মুফতি ছৈয়দুল খায়ের নঈমী আল কাদেরী নক্সেবন্দী (রহ.) এর ৩৩তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশ্শান মাহফিল গত ২১ ফেব্রুয়ারী বুধবার আনোয়ারা বরুমচড়া সৈয়দ বাড়ী নঈমীয়া দরবার শরীফে পীরে ত্বরিকত আল্লামা কাজী মাহমুদুল হক নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মঈনুদ্দীন আশরাফি। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুলখালেক শওকী, মাওলানা কাজী শাকের আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পীরেত্বরীকত সৈয়দ মোজাম্মেলুল হক নঈমী আলকাদেরী। বক্তব্য রাখেন শাহ মোহছেন আলউলিয়া নঈমীয়া হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা এস.এম আশরাফ রেজা, মাওলানা মজিবুর রহমান আলকাদেরী, মাওলানা আহমেদ নুর আলকাদেরী। উপস্থিত ছিলেন মাওলানা ইমরান উদ্দিন আলকাদেরী, মাওলানা আবুল হাশেম আনোয়ারী, মাওলানা আব্দুর রহিম আনোয়ারী, মাওলানা আব্দুল করিম আলকাদেরী, শাহজাদা এস.এম তৌসিফ রেজা ফাহিম, শাহজাদা এস.এম আবদুল্লাহ আল মূলতাজিম সায়েম, শায়ের ইকবাল কাদেরী, রিফাত কাদেরী, আব্দুল নূর কাদেরী প্রমুখ।
হযরত ছৈয়দুল খায়ের নঈমী (রহ.)’র বার্ষিক ওরশ সম্পন্ন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন