২১শে ফেব্রুয়ারিতে চট্টগ্রম নগরীর কৃষ্ণ চুড়া স্কুল মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্প স্তবক অর্পণ করার মাধ্যমে শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণ চুড়া স্কুলের প্রধান শিক্ষক রুহিয়া হাবিব, নাসিমা আক্তার, ইসরাত জাহান, চেমন আরা বেগম, শ্ববর্বরী দে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে কৃষ্ণ চুড়া স্কুল প্রাঙ্গণে। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা ফুল দিয়ে শহীদদের গভীর প্রদ্ধা জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারির সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষিকা রুহিয়া হাবিব বলেন, ভাষা শহিদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই দিনে আমাদের সব রকম অন্যায়, অত্যাচার শোষণ ও নিষ্পেষণের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়ানোর শপথ নিতে হবে। আলোচনা পর্ব শেষে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশের গান, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে উঠে।