চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের নবনির্মিত ড. আবু ইউসুফ ভবনে নতুন ডিন অফিস ১৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৩০ টায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার শুভ উদ্বোধন করেন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়াও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালকসহ সম্মানিত শিক্ষকবৃন্দ, চবি রেজিস্ট্রার, প্রধান প্রকৌশলী, হিসাব নিয়ামক, বিভিন্ন অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা শাহ মোহাম্মদ আজম।
মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের উপস্থিত শিক্ষকমণ্ডলীসহ সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, “কলা ও মানববিদ্যা অনুষদ এ বিশ^বিদ্যালয়ের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী অনুষদ। এ অনুষদের বিভাগগুলো দীর্ঘদিন পর নতুন অবকাঠামোয় আধুনিক ভবনে পাঠদানের সুযোগ পেয়েছে; যা সকলের জন্য আনন্দের। দেশের খ্যাতনামা শিক্ষকবৃন্দ এ অনুষদের বিভিন্ন বিভাগে শিক্ষকতা করে এ বিশ^বিদ্যালয়ের সম্মান ও গৌরব জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে ছড়িয়ে দিয়েছেন।” তিনি বর্তমান প্রশাসন কর্তৃক প্রদত্ত আধুনিক ও যুগোপযোগী সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে অধিকতর জ্ঞান-গবেষনায় নিজেদের নিয়োজিত রেখে এ বিশ^বিদ্যালয় তথা দেশ-জাতির কাঙ্খিত সাফল্য অর্জনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরে মাননীয় উপাচার্য চবি কলা ও মানববিদ্যা অনুষদের শিক্ষক লাউঞ্জ উদ্বোধন করেন।