শফিউল আলম, রাউজান প্রতিনিধি: রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের তার চুরির ঘটনার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের খুজে বের করতে হবে। রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে দু কোটি টাকা দামের তার চুরির ঘটনার সময়ে নিরাপত্তার দায়িত্ব পালন কারীরা চুরির ঘটনার সময়ে কোথায় ছিলেন তা খতিয়ে দেখতে হবে । চট্টগ্রাম রাঙ্গামাটি মহা সড়কের ৪ লেইন সড়কে সড়ক দুর্ঘটনা বৃদ্বি পাওয়ায় উল্টো পথে যানবাহন চলাচল বন্দ্ব করতে হবে । রাউজানের কোন স্থানে কৃষি জমি ভরাট ও কৃষি খনন করা যাবেনা । পাহাড় টিলা কাটা যাবেনা । সরকারী কাজ ব্যতিত কোন কাজে ড্রাম ট্রাক ভর্তি করে মাটি পরিবহন করা যাবেনা । কোন স্থানে বৃক্ষ নিধন করা যাবেনা । গতকাল ১৮ ফেব্রুয়ারী রবিবার সকালে রাউজান উপজেলা পরিষদ হলে রাউজান উপজেলা আইন শৃংখলা রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমার সভাপতিত্বে অনুষ্টিত উপজেলা আইন শৃংখলা রক্ষা কমিটির সভায় আরো বক্তব্য রাখেন,রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি জহিদ হোসেন, রাউজান হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম, রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা আইন শৃংখলা রক্ষা কমিটির সদস্যরা ।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের তার চুরির ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের খুজে বের করতে হবে

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন