পটিয়ায় হক সাহেব ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও হক সাহেব স্মৃতি সংসদের উদ্যোগে বিনা নিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। ১৬ই ফেব্রুয়ারি শুক্রবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংগঠনের সহ-সভাপতি নাসিম উদ্দিন রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রিয় চট্টগ্রাম এর নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মোঃ আব্দুল আহাদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী মোঃ নুরুল কবির,মোহাম্মদ সাদেক, বিশিষ্ট শিক্ষাবিদ পারভিন আক্তার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজির উদ্দিন মুন্না, মোহাম্মদ ইলিয়া, মোহাম্মদ মনির, মোহাম্মদ জুয়েল প্রমূখ।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন এই ধরনের মহতী উদ্যোগ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যাপক ভূমিকা রাখবে। বক্তারা হক সাহেব স্মৃতি সংসদের কল্যাণধর্মী কার্যক্রমের প্রশংসা করে তা আগামীতে অব্যাহত রাখার আহ্বান জানান।
পটিয়ায় হক সাহেব ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় স্কুল ব্যাগ বিতরণ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন