চট্টগ্রামে শুরু হয়েছে করপোরেট ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নিয়েছে ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম সহ ২৪টি দল।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজেরদের প্রথম ম্যাচে অনন্ত গ্রুপের মুখোমুখি হয় কেএসআরএম। এ ম্যাচে ভালো খেলেও হারতে হয়েছে দলকে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের করা একমাত্র গোলে হারতে হয়। একই রাত সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে কেএসআরএম এর দ্বিতীয় ম্যাচ
হারলেও টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খুশি কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত।
সাংবাদিকদের তিনি বলেন, এশিয়ান গ্রুপের এমন আয়োজনকে আমারা স্বাগত জানাই। এর মাধ্যমে আমাদের মধ্যে একটি করপোরেট কালচার গড়ে উঠবে। একে অপরের প্রতি হৃদ্যতা সৃষ্টি হবে।
এসময় উপস্থিত ছিলেন কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন, এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফন আহমেদ সালাম, উপ ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, কেএসআরএমের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক এবিএম গোলাম কিবরিয়া, জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাজউদ্দিন, উপ ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ প্রমুখ।
এর আগে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় এশিয়ান গ্রুপ ও সাউথ ইস্ট ব্যাংক। এতে ৪ শূন্য গোলে জয় পায় এশিয়ান গ্রুপ।
১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি। ৫ দিনের এ আয়োজনে সেমিফাইনাল, ফাইনাল সহ অনুষ্ঠিত হবে ৩৯ ম্যাচ।