চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ নির্বাচিত পরিষদের মেয়র হিসেবে দায়িত্ব পালনের তিন বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা (প্রতিমন্ত্রী) মো. রেজাউল করিম চৌধুরী।
বুধবার টাইগারপাসস্থ চসিক কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, হাজী নুরুল হক, নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু), পুলক খাস্তগীর, সচিব খালেদ মাহমুদসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ৷