আনজুমানে খোদ্দামুল মুসলেমীন সৌদি আরব রিয়াদ কেন্দ্রীয় পরিষদের কাউন্সিল অধিবেশন রিয়াদস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে মাওলানা মহিউদ্দিন আল আজহারী কে সভাপতি, আবদুল হালিম, কাজী তাওহীদুল ইসলাম কে সহ সভাপতি, কাজী মুহাম্মদ হেলাল উদ্দিন কে সাধারণ সম্পাদক, দিদারুল আলম কে সহ-সাধারণ, আবু কায়সার জামাল কে সাংগঠনিক, আবু জাহেদ সহ-সাংগঠনিক, মোতালিব হোসেন কে অর্থ, সাঈদুল হক সাহেদ কে সহ অর্থ, মমতাজুল হক আজিজ কে দপ্তর, মঈনুল ইসলাম কে সহ দপ্তর, মামুন নকশবন্দিকে সাহিত্য ও সাংসৃতিক, নাজিম উদ্দিন কে সহ-সাহিত্য ও সাংসৃতিক, ইসমাইল হোসেন খোন্দকার কে প্রচার ও প্রকাশনা, খায়রুল হোসেন কে সহ প্রচার ও প্রকাশনা, দেলোয়ার হোসেন মানিক কে সমাজ কল্যান, মোহাম্মদ হোসেন কে সহ সমাজ কল্যান সম্পাদক ৭১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এতে আলহাজ্ব মুহাম্মদ শাহাব উদ্দিন, মাওলানা নুরুল আলম নঈমী, হাফেজ আবদুস সালাম, খাজা মঈনুদ্দিন, গোলাম সরোয়ার আপেল, নাসির উদ্দীন চৌধুরী, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মোস্তফা উল আলম, আবুল কালাম আজাদ কে উপদেষ্টা করা হয়।
আনজুমানে খোদ্দামুল মুসলেমীন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের কমিটি গঠিত

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন