দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লীগ এসএ টোয়েন্টি শেষ হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) তারকা খেলোয়াড়রা আসা শুরু করেছেন। সর্বশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও রংপুর রাইডার্স দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে দলে টেনেছে।
গতকাল রাতে বাংলাদেশে পৌঁছেছেন প্রিটোরিয়াস। একই দিন চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেন মঈন। তিনি গত আসরেও কুমিল্লার হয়ে খেলেন।
এর আগে ২০১৩ সালে দুরন্ত রাজশাহীর হয়ে প্রথম বিপিএল খেলেছিলেন মঈন। এরপর ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে দলে ভেড়ায়।
এর আগে জিমি নিশাম, রেজা হেনরিকস, ইমরান তাহিরদের মতো তারকাদের দলে ভেড়ায় রংপুর। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি শেষ হলে কুমিল্লায় যোগ দিবেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা।