মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেটকারের ব্যাকঢালার ভেতর থেকে ২৯৬ পিস ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৭। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মিরসরাই পৌর সদর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এসময় সাইফুল ইসলাম প্রকাশ পিচ্ছি সোহেল ( ৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোহেল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের মোস্তফার ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক ( মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে মাদক বহনকারী প্রাইভেটকার আটক করা হয়। এসময় প্রাইভেটকার থামিয়ে পালিয়ে যাওয়ার সময় সোহেল নামে এক মাদক কারবারিকে আটক করেছি। পরে ব্যাকঢালা তল্লাশী করে ২৯৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।