বার্সেলোনার কোচ হিসেবে যেন ব্যর্থতার বৃত্তেই আটকে গেছেন জাভি হার্নান্দেজ। সর্বশেষ গতকাল রাতে ভিয়ারিয়ালের কাছে বার্সা হেরেছে ৫-৩ গোলে। এতে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে হাতছাড়া হওয়ার পর এবার লা লিগার শিরোপা ধরে রাখার মিশনেও বেশ পিছিয়ে পড়েছে তারা। আর এই হারের পর ব্যর্থতার দায় নিয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন জাভি। চলতি মৌসুম শেষ হওয়ার পরই তিনি বার্সেলোনা ছাড়বেন।
২০২০ সালের আগস্টে চ্যাম্পিয়নস লীগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারার পর এই প্রথম যে কোনো প্রতিযোগিতায় এক ম্যাচে পাঁচ গোল করল বার্সেলোনা। আর ঘরের মাঠে ১৯৯৪ সালে স্প্যানিশ সুপার কাপে রিয়াল জারাগোজার কাছে ৪-৫ গোলের পর প্রথম। লা লিগায় তিন নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট ২১ ম্যাচে বা ৪৪। ৫৪ নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ আর ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।
এদিনের আগে সর্বশেষ গত ২২শে ডিসেম্বর ঘরের মাঠে ম্যাচ খেলে বার্সেলোনা। এরপর গত এক মাসের বেশি সময়ে সৌদি আরব ও স্পেনের বিভিন্ন ভেন্যুতে মোট ৮টি ম্যাচ খেলে তারা। এর মধ্যে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল এবং কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে হেরে দুটি
টুর্নামেন্টের শিরোপাই হাতছাড়া করেছে জাভির দল।
ম্যাচের প্রথমার্ধে জেরার্ড মোরেনোর গোলে এগিয়ে যায় যায় ভিয়ারিয়াল।
প্রথমার্ধে গোল শোধ না করতে পারা বার্সা দ্বিতীয়ার্ধের শুরুতে হজম করে আরও এক গোল। ৫৪তম মিনিটে ইলিয়াস আখোমাচের গোলে হয় ২-০। তবে এরপর ৮ মিনিটের ব্যবধানে সমতায় ফেরে বার্সা।
৬০তম মিনিটে ইলকায় গুনদোয়ান আর ৬৮ মিনিটে পেদ্রি গোল করে সমতায় ফেরান কাতালান ক্লাবটিকে। এরপর ৭১তম মিনিটে ভিয়ারিয়াল ডিফেন্ডার এরিক বেইলি নিজেদের জালে বল পাঠালে স্বাগতিকেরা এগিয়ে যায় ৩-২ ব্যবধানে।
কিন্তু এরপর টানা তিন গোল হজম করে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছারে বার্সা। ৮৪ মিনিটে ভিয়ারিয়ালকে তৃতীয় গোলটি এনে দেন গনসালো গিদেস। আর যোগ করা সময়ের নবম মিনিটে আলেক্সান্ডার সরলথ আর ১২তম মিনিটে হোসে মোরালেস গোল করে বার্সেলোনাকে হতাশায় ডোবান।