চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে কবি আশীষ সেনের জীবন কর্ম ও তাঁর লিখিত কবিতা পাঠের অনুষ্ঠান গত ২৫ শে জানুয়ারী সন্ধ্যায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রাবন্ধিক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক চসিকের সাবেক প্যানেল মেয়র, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। সংবর্ধিত অতিথি ছিলেন কবি আশীষ সেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা যুবলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, শিক্ষিকা রিংকু ভট্টাচার্য, কবি মনজুর আলম, সাবিহা সুলতানা রক্সি, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, রফিক বাঙালী, কবি সাফাত বিন সানাউল্লাহ, তবলাশিল্পী কানুরাম দে, নিলয় দে, রাজ গোপাল ঘোষ, মোঃ তিতাস, শিমুল দত্ত, বাশিবাদক মোঃ ইব্রাহিম প্রমুখ। সভায় বক্তারা বলেন কবি আশীষ সেন একজন জীবনবোধের বাস্তববাদী কবি। যার কবিতায় সমসাময়িক অনেক বিষয় চমৎকারভাবে ফুটে উঠে। তার লেখনিতে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসম্প্রাদায়িক চিন্তা পরিস্পুট। তিনি একজন সাদা মনের মানুষ হিসেবে সকলের কাছে স্বজ্জন ব্যক্তি। যার কবিতার গভীরতা অনেকবেশি প্রাণিত।
কবি আশীষ সেনের কবিতায় জীবনবোধের কথা অন্তর্নিহিত

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন