বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি ফরচুন বরিশাল। সিলেটে দুপুর ১:৩০ শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
বিপিএলের ঢাকা পর্ব শেষেই বাংলাদেশ ত্যাগ করেন বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তার পরিবর্তে বরিশালে যোগ দিয়েছেন আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদ। আজকের ম্যাচের একাদশে রয়েছেন তিনি।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইয়ানিস কারিয়াহ, তাইজুল ইসলাম, দুনিথ ভেল্লালাগে, আব্বাস আফ্রিদি এবং কামরুল ইসলাম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান, ইমরানুজ্জামান (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), নাহিদুজ্জামান, শহীদুল ইসলাম, আল আমিন হোসেন, বিলাল খান এবং কার্টিস ক্যাম্ফার।